Will Smith: অস্কার মঞ্চে চড় বিতর্কে ক্ষমা চাইলেন স্মিথ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

Will Smith: অস্কার মঞ্চে চড় বিতর্কে ক্ষমা চাইলেন স্মিথ



বিবিপি নিউজ: রবিবার অস্কার মঞ্চে কিং রিচার্ড ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন উইল স্মিথ। ঠিক তারই আগে অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে কষিয়ে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার কারণে মঞ্চে উঠে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন। সেই কারণেই সোমবারই স্মিথের এই আচরণের আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু করেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।



 উইল স্মিথের এই আচরণে মানদণ্ড এবং ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। আর এই আচরণের জন্য ক্রিস রক এবং  অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ। স্মিথ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ক্রিস আমি আপনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি আমার সীমা অতিক্রম করেছি এবং ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই সেটা এটা নয়।তিনি আরও লেখেন।, আমার এই আচরণ বিশ্বজুড়ে যাঁরা দেখছেন, তাঁদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।

Pages