বিবিপি নিউজ: মহিলা বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের আসন ছিনিয়ে নিয়েছেন বাংলার অগ্নিকন্যা ঝুলন গোস্বামী। একসময় আইসিসির বর্ষসেরা প্রমীলা ক্রিকেটার হয়েছিলেন। এবার সেই ভারতীয় সিনিয়র পেসারটি নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র উইকেট পান (১/৪১)। তা নিয়ে তাঁর ঝুলিতে ৩৯ উইকেট হল।
অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন ১৯৮২ থেকে ১৯৮৮ বিশ্বকাপে ৩৯টি উইকেট পেয়েছেন – এরআগে। এবারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এই রেকর্ড স্পর্শ করে ফেলায় পরের ম্যাচেই এই রেকর্ডের অধিকারী একা হতে চলেছেন ঝুলন। এমন সাফল্য পেতেই তাঁকে টুইট করে শুভেচ্ছা জানান তাঁর বায়োপিকের “ঝুলন” বিরাট কোহলি জায়া অনুষ্কা শর্মা।
ম্যাচে হার ভারতের:
আগের ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারানোর পর এবারের বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ৬২ রানে। আগে ব্যাট করে কিউইরা ৯ উইকেটে ২৬০ রান তোলে। অমি সাত্তেরওয়াইতে ৭৫, অ্যামেলিয়া কেরে ৫০ রান করেন। এই ম্যাচেও নজর কাড়লেন পূজা ভাস্ত্রকর (৪/৩৪)। দুটি উইকেট নেন রাজেশ্বরী গায়াকার্ড (২/৪৬)। জবাবে ভারত অলআউট হয়ে যায় ৪৬.৪ ওভারে ১৯৮ রানে । দলের হয়ে হার্মানপ্রীত কাউর ৭১, মিতালী রাজ ৩১। বিপক্ষের সফল বোলার লিয়া তাহুরু ( ৩/১৭) এবং অ্যামেলিয়া কেরে ( ৩/৫৬)।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উইকেটকিপার – ব্যাটার কাটে মার্টিনকে ইয়র্কার বলে আউট করতেই এই নজির ছুঁয়ে ফেলেন। মেয়েদের বিশ্বকাপে একজন বাঙালি মহিলা ক্রিকেটারের উইকেট শিকারি হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা। ম্যাচের আগেরদিন ভার্চুয়্যাল প্রেস কনফারেন্স করার সময় ঝুলন এই রেকর্ডের কথা শুনে বলেছিলেন, ” আমি খেয়ালই রাখি নি আমার নামে কটা উইকেট। কিন্তু দলের সিনিয়র প্লেয়ার হয়ে আমার মাঠে নেমে কিছু করে দেখাতে হবে, এটা মাথায় ঘোরে। শুরুটা ভালো করতে হবে। আগেই বিপক্ষের শিবিরে আঘাত হানতে হবে। এটাই আমার কাজ। আমি এটাই করে যেতে চাই। আর অনেকদিন ধরে খেললে কিছু ব্যক্তিগত সাফল্য তো এসেই যায়।”