বিবিপি নিউজ: এবার সংবাদমাধ্যমের খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'কিছু কিছু চ্যানেল একটা ইঁদুর মরেছে, তা নিয়েও এমন খবর করছে, পুরো উস্কানি দিচ্ছে।
তিনি মনে করেন, সংবাদমাধ্যমের উচিত 'ভাল ঘটনা' দেখানো। অনুরোধ করব, মানুষের ক্ষতি যাতে হয়, তা করবেন না। অনেক ভাল ঘটনা রয়েছে। মিলন মেলা ১১ তারিখ উদ্বোধন হবে। দেখুন কী সুন্দর কাজ করছে। আলিপুরে শঙ্খের মতো স্টেডিয়াম হচ্ছে। সেটা দেখান।' পুরভোট পর্ব মেটার পরেই একই দিনে খুন হন দুই সদ্য নির্বাচিত কাউন্সিলর। তার মধ্যে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু যেমন রয়েছেন তেমনই রয়েছেন মুখ্যমন্ত্রীর দলের পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তও। তার পরে বীরভূমের রামপুরহাটের পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ খুন হন এবং সেই রাতেই বগটুই গ্রামে পুড়িয়ে মারা হয় ৯ জনকে। নিহতদের অধিকাংশ মহিলা এবং শিশু। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নেতা আনিস খানের রহস্যমৃত্যুও।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী 'ইঁদুর মরেছে' বলে কী বোঝাতে চাইলেন, তা নিয়ে নাগরিক মহলে প্রশ্ন উঠেছে। নাগরিকদের একাংশের প্রশ্ন, রাজ্যের মানুষের সঙ্গে কি তা হলে ইঁদুরের তুলনা করছেন মুখ্যমন্ত্রী? না কি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছে বলেই মেজাজ হারাচ্ছেন? তবে শাসকের মুখে এমন কথা যে শোনা যায় সে কথাও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ। ২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে নরেন্দ্র মোদী গুজরাত দাঙ্গা প্রসঙ্গে গাড়ির চাকায় কুকুরছানা পিষে যাওয়ার উপমা টেনেছিলেন। তা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছিল।