SSC CBI: এসএসসি দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন শান্তিপ্রসাদ সিনহা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

SSC CBI: এসএসসি দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন শান্তিপ্রসাদ সিনহা





বিবিপি নিউজ: সিবিআইয়ের সময় দেওয়ার দুই ঘণ্টা পরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন শান্তিপ্রসাদ সিনহা।  মঙ্গলবার বিকেল তিনটেয় তাঁকে ডাকা হলেও বিকেল পাঁচটায় তিনি নিজাম প্যালেসে হাজির হন।  ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসসি দুর্নীতি মামলার তদন্তে তাঁকে সবরকম সহযোগিতা করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশিএকই নির্দেশ অন্য আর এক অভিযুক্ত আলোক কুমার সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মঙ্গলবারই বেলা তিনটের সময় শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ওই নির্দেশে বলা হয়েছিল, প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। ওই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এদিনই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও-এর নবগঠিত ডিভিশন বেঞ্চে আবেদন করেন। প্রথমে বেঞ্চ জানায়, এখন শুনানি সম্ভব নয়। আবেদনকারীকে বুধবার বেলা দুটোয় দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়। পরে অবশ্য তিনি মামলা গ্রহণ করতে রাজি হন। বিচারপতি জানান, একক বেঞ্চের নির্দেশমতো বেলা ৩ টেয় শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে হাজির হতে হবে। তবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন।


Pages