শেষ হলো ১৭ তম প্রগতি বাংলা উৎসব - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

শেষ হলো ১৭ তম প্রগতি বাংলা উৎসব

 


বিবিপি নিউজ,রাজকুমার দাস: ১৭ তম প্রগতি বাংলা উৎসব সম্প্রতি  অনুষ্ঠিত হলো যাদবপুর ইউনিভার্সিটি ত্রিগুনা সেন  অডিটোরিয়াম। উৎসব এবং সংগঠনের এর কর্ণধার অধ্যাপক ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী । বঙ্গ গৌরব সম্মাননা ও সেরা বাঙালি প্রাপক ছিলেন কৃতি 50 জন বাঙালি।


ওনাদের মধ্যে ছিলেন ডাক্তার ধীমান কাহালি ,ডাক্তার সৌতিক পান্ডা , পন্ডিত পার্থ বসু, ব্যারিস্টার প্রমিত রায় ,ধীমান দাস, অরিজিৎ দত্ত, দেবিকা মুখার্জি ,  ডিজাইনার অভিষেক রায় প্রমূখ। ডাক্তার অরিজিৎ  নিয়োগী এর সাবেকি ব্র্যান্ড  এলিগেন্স এর পোশাক পরে    ramp হাঁটেন অরিজিৎ দত্ত ,অভিনেতা রিজওয়ান, পায়েল মুখার্জি বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। কোরিওগ্রাফি করেন অর্চিত রায়।

Pages