প্রতীক্ষার অবসান শোভন- বৈশাখীর,মিউচুয়াল ডিভোর্সের আবেদনে সিলমোহল আলিপুর আদালতের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

প্রতীক্ষার অবসান শোভন- বৈশাখীর,মিউচুয়াল ডিভোর্সের আবেদনে সিলমোহল আলিপুর আদালতের

 




বিবিপি নিউজ:‌ দীর্ঘ প্রতীক্ষা ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। বৈশাখী বন্দোপাধ্যায়ের স্বামী মনোজিত মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হল। মিউচুয়াল ডিভোর্সের আবেদনে সিলমোহল দিল আলিপুর আদালত। বিকেল ৫টার মধ্যে বিচ্ছেদের নথি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের এই রায়ের পর বৈশাখীর বন্ধু শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এত দিল পর মুক্তির স্বাদ পেল বৈশাখী।’’ আদালতের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বলেন, ‘‘মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের শেষ শুনানি ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলছেন ওঁকে (মনোজিৎকে)। তবে আমি জানিয়েছি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।’’ তিনি এও জানালেন, মনোজিতের থেকে মেয়ের খরচের জন্য কোনও খোরপোশ দাবি করেননি।আদালতের এই রায়ে উচ্ছ্বসিত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বললেন, '‌বৈশাখীর সঙ্গে আমার এত দিনের পরিচয়। এই প্রথম বৈশাখীকে মুক্তির স্বাদ পেতে দেখলাম। আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় রয়েছি। আজ থেকে চার বছর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেখানে বুক দেখাই, সেখানে পিঠ দেখাই না।'‌

 

Pages