জন্মদিনের রাতে রহস্যজনক মৃত্যু মালায়ালাম অভিনেত্রীর - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ মে, ২০২২

জন্মদিনের রাতে রহস্যজনক মৃত্যু মালায়ালাম অভিনেত্রীর

 




বিবিপি নিউজ



বৃহস্পতিবার রাতে মডেল ও অভিনেত্রী সাহানার মৃতদেহ পাওয়া যায়।  মালায়ালাম অভিনেত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সাহানাকে বাড়ির বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাজ্জাদকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার দিন ছিল ২২ বছর বয়সী সাহানার জন্মদিন।  



মেয়ের মৃত্যুতে তার বাবা-মা শোকাহত। ষ খুনের আশঙ্কা করছেন সাহানার মা। তিনি বলেন, তার মেয়ে কখনো আত্মহত্যা করবে না। তিনি মেয়ের স্বামীর বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ এনে বলেন যে তিনি তাকে হত্যা করেছেন। সাহানার মা বলেন, 'আমার মেয়ে কখনো আত্মহত্যা করবে না।  তাকে খুন করা হয়েছে।  সে প্রায়ই আমার কাছে অভিযোগ করত যে তার স্বামী তাকে মারধর করে এবং এমনকি তাকে সঠিক খাবারও খেতে দেয় না।  তিনি তাকে নির্যাতন করতেন।  তাকে খুন করা হয়েছে।  পুলিশের উচিত বিষয়টি তদন্ত করে আমার মেয়ের বিচার করা।  এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, 'সাজ্জাদ আগে কাতারে চাকরি করতেন কিন্তু তিনি এখান বেকার। সম্প্রতি একটি ছবিতে কাজ করেছেন সাহানা। ছবিতে অভিনয়ের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।


 বাড়ির মালিক জানান, ‘সাজ্জাদের আওয়াজ শুনে আমি বাড়ির দিকে দৌড়ে যাই।  ঘরে ঢুকতেই দেখি তার স্ত্রী কোলে শুয়ে আছে।  আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে বলল সে উত্তর দিচ্ছে না।  আমি তাকে হাসপাতালে যেতে বললাম।  তারপর আমরা পুলিশকে ফোন করি এবং তারা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায়। কোঝিকোড়ে থাকতেন সাহানা।  প্রায় দেড় বছর আগে বিয়ে হয় সাহানা ও সাজ্জাদের।  কিছুদিন আগে শাহানা গার্হস্থ্য সহিংসতার অভিযোগ জানাতে চাইলেও সাজ্জাদের বন্ধুদের প্ররোচনায় তিনি অভিযোগ করেননি।

Pages