SSC-তে ৩৮১ জনের ভুয়ো নিয়োগ, বিস্ফোরক রিপোর্ট জমা হাইকোর্টে - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মে, ২০২২

SSC-তে ৩৮১ জনের ভুয়ো নিয়োগ, বিস্ফোরক রিপোর্ট জমা হাইকোর্টে

 



বিবিপি নিউজ

এসএসসি মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বাগ কমিটির পেশ করা রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে। কারন SSC-র গ্রুপ সি-তে ৩৮১ জন কে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় এই মর্মে বাগ কমিটির রিপোর্ট জমা দেন। এরফলে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।  স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়ো নিয়োগ নিয়ে আগেই একাধিক অভিযোগ উঠেছিল। এব্যাপারে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ মামলায় আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে বাগ কমিটি এদিন হাইকোর্টে নিয়োগ নিয়ে যে রিপোর্ট দমা দিয়েছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করেছে এসএসসি, চাঞ্চল্যকর এই তথ্য রয়েছে বাগ কমিটির রিপোর্টে। হাইকোর্টে এদিন বাগ কমিটির তরফে বর্ষীয়ান আইনজীবী অরুনাভ বন্দ্যোপাধ্যায় জানান, ৩৮১ জন চাকরিতে নিয়োগ পাওয়া ব্যক্তির মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি, বাকিরা পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি বলে দাবি আইনজীবীর।


Pages