বিবিপি নিউজ
ভয়াবহ বন্যায় ঘরছাড়া অসমের কমপক্ষে ২৫ হাজার মানুষ। শনিবার দিমা হাসাও জেলার হাফলং এলাকায় ভূমিধসের ঘটনায় এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে। অসমের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ বিকেলে জানিয়েছে যে "এখন পর্যন্ত, ছয়টি জেলার ৯৪টি গ্রামের মোট 24,681 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারনে।
ডিমা হাসাও জেলার হাফলং এলাকায় মুষলধারে বৃষ্টিতে রাস্তার একটি অংশ ধসে গিয়েছে। "শনিবার ডিমা হাসাও জেলার হাফলং এলাকায় ভূমিধসের ঘটনায় একজন মহিলা সহ তিনজন মারা গেছে," আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে এখনও পর্যন্ত ভূমিধসের ঘটনায় ডিমা হাসাও জেলার 12টি গ্রামের। "প্রায় ৮০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাফলং এলাকায় ৩ জন মারা গেছে," কর্মকর্তা বলেছেন।
সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসগুলি রাজ্যের বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।