বিশ্বসেরা ভারতীয় ব্যাডমিন্টন টিম, ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে সোনা জয় - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মে, ২০২২

বিশ্বসেরা ভারতীয় ব্যাডমিন্টন টিম, ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে সোনা জয়

 




বিবিপি নিউজ


 বিশ্বসেরা ভারতীয় ব্যাডমিন্টন টিম। ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন শ্রীকান্ত-লক্ষ্যরা।১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে প্রথমবার বিশ্বসেরা হল ভারতীয় দল। কারন থমাস কাপে ইতিহাসে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া টিম ইন্দোনেশিয়াকে পরাজিত করে এই জয়।



শুরু থেকেই গ্যালারির একটা দিক যেন দখল করে ফেলেছিল ভারতীয় সমর্থকরা। টানা স্লোগান উঠছিল ‘ভারতমাতা কি জয়’। কে জানত, তাই আচ্ছন্ন করে ফেলবে ভারতীয় টিমকে। তেমনি শুরু থেকেই বিস্ফোরক ছিল ভারতীয় শাটলারদের খেলা। কোর্টে অপ্রতিরোধ্য মনোভাব নিয়েই নেমেছিলেন প্রবাসী বাঙালি লক্ষ্য সেন। প্রথম গেমটা ৮-২১ হেরেছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে দারুণ ভাবে ফিরে এসেছিলেন। অ্যান্থনি জিন্টিংয়ের বিরুদ্ধে ২১-১৭ জিতে নেন ভারতীয় তরুণ। তীব্র লড়াই করার পরও তৃতীয় গেমটাও জেতেন। তৃতীয় গেমের শুরুতে ৩-৬ পিছিয়ে ছিলেন লক্ষ্য়। কিন্তু সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন। ২১-১৬তে হারিয়ে দিলেন প্রতিপক্ষকে। কিন্তু লক্ষ্য ৬০-৪০তে নিয়ে যেতে পেরেছিল। যে কারণে জিততে পারল।’

Pages