ঋদ্ধিমান সাহাকে হুমকি, দু'বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা অভিযুক্ত সাংবাদিককে - BBP NEWS

Breaking

বুধবার, ৪ মে, ২০২২

ঋদ্ধিমান সাহাকে হুমকি, দু'বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা অভিযুক্ত সাংবাদিককে

 




বিবিপি নিউজ




 ভারতীয় ক্রিকেটের উইকেটকিপার-ব‌্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকির জেরে অভিযুক্ত সাংবাদিককে দু'বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সূত্রের খবর, আইসিসিকেও অভিযুক্ত ওই সাংবাদিককে নির্বাসনে পাঠানোর অনুরোধ জানাতে পারে ভারতীয় বোর্ড।

বলা হচ্ছে, এই সময়ের মধ্যে তিনি বোর্ড আয়োজিত কোনও ম‌্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ‌্য ক্রিকেট সংস্থাকে সেই নির্দেশিকা নাকি দিয়ে দেবে বোর্ড। বলে দেওয়া হবে, অভিযুক্ত সাংবাদিককে মাঠেও ঢুকতে দেওয়া যাবে না। এমনকী, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আইসিসিকেও  চিঠি লিখে অভিযুক্ত সাংবাদিককে 'ব্ল‌্যাকলিস্ট' করতে বলা হচ্ছে।


কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় ঋদ্ধিমান সাক্ষাত্‍কার না দিতে চাওয়ায় ওই সাংবাদিক রীতিমতো 'হুমকি'র সুরে হোয়াটসঅ‌্যাপ করেছিলেন ঋদ্ধিমানকে। নাম প্রকাশ না করেই সেই চ‌্যাট সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেন বাংলার উইকেটকিপার। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে তোলপাড় পড়ে যায়। অভিযুক্ত সাংবাদিক আবার পালটা দাবি করেন, তার চ্যাটের বিকৃত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধি। গোটা ঘটনা খতিয়ে দেখতে বোর্ড তিন সদস্যের কমিটি গঠন করে। বোর্ডের ওই কমিটি ঋদ্ধিমান এবং অভিযুক্ত ওই সাংবাদিকের সঙ্গে কথাও বলেন। তারপর কমিটি নিজেদের রিপোর্ট জমা করে।

সূত্রের দাবি, বোর্ডের ওই কমিটির তদন্তে উঠে এসেছে ঋদ্ধিমানকে পাঠানো অভিযুক্ত সাংবাদিকের মেসেজগুলি হুমকি বা হুঁশিয়ারির সমান। এরপরেই ওই সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন বিসিসিআই।

Pages