ফের কলকাতার বস্তিতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩ মে, ২০২২

ফের কলকাতার বস্তিতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি

 



বিবিপি নিউজ



মঙ্গলবার সন্ধ্যাতে মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকরা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীর কর্মীরা। শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকলের আধিকারিকেরা। এদিকে বস্তি এলাকা হওয়ায় সহজেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, দমকল আগুন নেভানোর কাজ শুরু করার আগেই পুড়ে ছারখার হয়ে যায় কমপক্ষে ১০টি ঝুপড়ি।  দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণ এলেও ছাই চাপা আগুনে যাতে নতুন করে বিপদ যাতে না বাড়ে সেই বিষয়ে সতর্ক রয়েছেন দমকলের আধিকারিকেরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি কারখানায় প্রথমে আগুন লাগে। এদিকে ওই কারখানার পাশেই ছিল বস্তি এলাকা। সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি মাত্রায় থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। প্রথমে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। অবশেষে দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণ আসে আগুন। এবার কার্যত সেই একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল মহেশতলায়। 

Pages