বিবিপি নিউজ
রাজ্যের বিভিন্ন জেলায় বোমা উদ্ধারের ঘটনা অহরহ। কিন্তু এবার খোদ শহর কলকাতাতেই উদ্ধার তাজা তাজা বোমা। আর এই সব বোমা মজুতের তথ্য দিয়েছেন পুলিশ হেফাজতে থাকা এক দুষ্কৃতী। তিলজলার এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে ১১ টি বোমা। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, আগেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকেই দফায়-দফায় জেরা করা হয়। শেখ তন নামে ওই দুষ্কৃতীকে জেরা করেই তিলজলার পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয় বেশ কিছু তাজা বোমা। ২টি ফলের ঝুড়িতে লুকিয়ে রাখাছিল ওই বোমাগুলি। বেনিয়াপুকুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে। এদিন বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছিল। তবে ঠিক কী উদ্দেশ্যে বোমা এনে মজুত করা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ হেফাজতে থাকা ওই দুষ্কৃতীকে আরও জেরা করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
