বিবিপি নিউজ
২৮ শে মে। বিনায়ক দামোদর সাভারকার জন্মজয়ন্তী। তাঁর ১৩৯ তম জন্মজয়ন্তী পালন করল বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা। বউ বাজারে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কার্যালয় সাভারকার কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল শনিবার।
বিনায়ক দামোদর সাভারকারের বিভিন্ন দুর্লভ কাজকর্ম ও স্বাধীনতা আন্দোলনে তার বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে চর্চা করা হয় এদিন।
পাশাপাশি এদিন বিনায়ক দামোদর সাভারকর এর জন্মদিন যারা সাভারকার কে বিভিন্নভাবে কটাক্ষ করেন তাদের বিরুদ্ধেও এদিন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার তরফে বলা হয়। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি শ্রী শম্ভুনাথ বাবু বলেন, "সাভারকার ভারতবর্ষের গর্ব । তার কৃতিত্ব কোনভাবেই কম নয়। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তিনি অন্যতম একজন। তাকে নিয়ে বিরোধী পক্ষ বিভিন্ন কথা বলেন। তবে তিনি দেশের জন্য অনেক অনেক কিছু ছেড়ে এসেছে ন। তার জীবনে বিভিন্ন বিভিন্ন ছিল। আন্দামানের সেলুলার জেলে থাকার সময় তাকে বিভিন্নভাবে নিগ্রহ করা হতো হেনস্থা করা হতো। ব্রিটিশরা বুঝে গিয়েছিলেন সাভারকার কে দমানো খুব সহজ হবে না। একমাত্র স্বাধীনতা সংগ্রামী যিনি জীবনে দুবার যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে।"
সারা ভারতবর্ষে বিনায়ক দামোদর সাভারকার এর জন্ম জয়ন্তী পালন হচ্ছে। অতীতে সাভারকার নিয়ে হিন্দু মহাসভার তথ্যচিত্র এবং তাকে নিয়ে একটি ছবিও তৈরি করা হয়েছে। এবার প্রতিবারের মত কলকাতার কার্যালয় পালন করা হলো 139 সাভারকারের জন্মজয়ন্তী।