আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শ্রীলেখা মিত্র - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মে, ২০২২

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শ্রীলেখা মিত্র

 



বিবিপি নিউজ


নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুসংবাদটি জানান অভিনেত্রী। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।


রবিবার সকালে শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং ভিডিও পোস্ট করেন। ওই  পোস্টে সকলকে ধন্যবাদ জানান তিনি। যাঁরা ভালবাসে কিংবা ঘৃণা করে তাঁদের সকলকেই ধন্যবাদ জানান। স্বর্গীয় মা, বাবার কথাও সোশ্যাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেন। পুরস্কার জয়ে মা-বাবা যে অত্যন্ত গর্বিত, সে বিষয়ে নিশ্চিত অভিনেত্রী।পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি প্রথম থেকেই খবরে। গত বছর এই ছবির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। বিদেশের মাটিতে নজর কেড়েছিলেন শ্রীলেখা। আর এবার সেই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। আর ছবির জন্য আদিত্য বিক্রম পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা। 

Pages