মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে,দু’মাসে আয় ৪০০ কোটি - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মে, ২০২২

মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে,দু’মাসে আয় ৪০০ কোটি

 




বিবিপি নিউজ


গত চার বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে কখনওই আসেনি। এমনটাই দাবি  করেছেন সরকারি আধিকারিকেরা ২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি থাকলেও এবার সেই রেকর্ড ভেঙে দিল। গত দুই মাসে গরমের মরশুমে বিয়ার  বিক্রিতে সর্বকালীন রেকর্ড গড়ল রাজ্য। গত দু’মাসে এই খাতে রাজ্যের আয় প্রায় ৪০০ কোটি টাকা বলে প্রশাসন সূত্রে খবর। এর পিছনে গরম অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের বিয়ার সংকট তৈরি হয়েছিল। সেই সংকট কিছুটা হলেও মিটেছে। যদিও চাহিদার তুলনায় জোগান কম। দপ্তর সূত্রে খবর, এবারের সংকটের প্রেক্ষিতে রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে।


Pages