আজ থেকে ফের চালু হচ্ছে কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’ - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মে, ২০২২

আজ থেকে ফের চালু হচ্ছে কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’

 




বিবিপি নিউজ 



আজ রবিবার, দুই বছর দুই মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। এদিন কলকাতা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছবে ট্রেনটি। জানা গেছে, এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে বন্ধন এক্সপ্রেসের।


রেল সূত্রে জানা গেছে, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে। ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামে আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ‘বন্ধন এক্সপ্রেস’। আজ ২৯ মে থেকে ফের ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হচ্ছে। রবিবার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা যাবে।


Pages