কেকের শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে এই গায়ক, কবে মরবেন? পোষ্টের নীচে জানতে চাইলেন অনুরাগীরা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

কেকের শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে এই গায়ক, কবে মরবেন? পোষ্টের নীচে জানতে চাইলেন অনুরাগীরা

 



বিবিপি নিউজ



দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুননাথ ওরফে কেকে মৃত্যুতে। বলি,টলি সব স্তরেই হাহাকার অবস্থা বিরাজমান। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডের অভিনেতা সালমান খান থেকে শুরু করে, একে একে  একাধিক অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত।শিল্পীরা। কিন্তু বাধ সেধেছে ব়্যাপার 'বাদশা'-র শোকজ্ঞাপন পোষ্টে। বাদশাও সোশ্যাল মিডিয়ায় কেকে-কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সেই ফেসবুক পোস্টের নীচে যে ভয়ানক মন্তব্য এসেছে তা দেখে স্তম্ভিত বাদশা। অধিকাংশের বক্তব্য, ‘কেকে তো মরে গেল। তুই কবে মরবি?’। বাদশা থাকতে না পেরে লিখেছেন “আমাদের মতো গায়কদের নিয়ত কী অসম্ভব মানসিক চাপের মধ্যে দিয়ে যে যেতে হয়! এ ভাবে লোকজন আমাদের মৃত্যু কামনা করেন”। এর পরেই বাদশা লিখেছেন, ‘তুমি যা দেখছ সব মায়া। তুমি যা শুনছ সব মিথ্যে। কেউ তোমায় দেখার জন্য মরে যাচ্ছে। কেউ তোমার মৃত্যু কামনা করছে’।


Pages