অবশেষে কলকাতা পুলিশের হাতে কেকে-র ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট! কী রয়েছে রিপোর্টে? - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুন, ২০২২

অবশেষে কলকাতা পুলিশের হাতে কেকে-র ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট! কী রয়েছে রিপোর্টে?

 



বিবিপি নিউজ



জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুননাথ ওরফে কেকে-র ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা পুলিশের হাতে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, হৃদযন্ত্র ঠিক মত কাজ না করার কারণেই মৃত্যু হয়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলেন 'মায়োকার্ডিয়াল ইনফারকশন'।এসএসকেএম হাসপাতালে কেকে-র মরদেহের ময়নাতদন্ত হয়। প্রসঙ্গত, গায়ক কেকে-র মৃত্যু ঘটনায় 'অস্বাভাবিক মৃত্যু'র মামলা রুজু করে নিউমার্কেট থানা। শুরু হয় তদন্ত। তবে ময়নাতদন্তের রিপোর্ট সেই 'অস্বাভাবিক মৃত্যু'র তত্ত্বকে খারিজ করে দিচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারার ফলে ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন শরীরে পৌঁছতে পারেনি। হার্ট পাম্প না করতে পারার কারণ হিসাবে বলা হয়েছে হার্টের পূর্ববর্তী সমস্যা। আর্টারিতে হলদেটে সাদা রঙের প্লাক বা মেদ। কোলেস্টেরল জমে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিকে বিপজ্জনকভাবে ন্যারো করে দিয়েছিল। অ্যাথেরোমাস ডিপোজিট বা ফ্যাট জমে ব্লকেজ মিলেছে বাঁ দিকের করোনারি আর্টারির একাধিক অংশেও। ফরেন্সিক বিশেষজ্ঞদের বক্তব্য, প্লাকগুলোকে ডিসেকশনের পরে ব্লাড না বেরোনো মানে বুঝতে হবে সেগুলো ব্লক হয়ে রক্ত আটকেছে। 

Pages