'রেট্রো কলকাতা' আয়োজিত তিনদিন ব্যাপী 'সামার আর্ট ফেষ্টিভেল' - BBP NEWS

Breaking

শনিবার, ১১ জুন, ২০২২

'রেট্রো কলকাতা' আয়োজিত তিনদিন ব্যাপী 'সামার আর্ট ফেষ্টিভেল'

 




বিবিপি নিউজ 



রেট্রো কলকাতা অর্গানাইজেশন আয়োজন করে সামার আর্ট ফেষ্টিভেল, যেটি হয় গ্যালারি গোল্ডে। এই তিন দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয় দেশ-বিদেশ থেকে বিভিন্ন শিল্পীদের হাতের চিত্র পেইন্টিং, স্কাল্পচার এবং আর্ট ফর্ম।


প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা সৌম্য বক্সী,  অভিনেতা অংশু বাচ,  অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জি,  সোমা ব্যানার্জি,  সন্দীপ দে,  সংগীতশিল্পী মল্লার ঘোষ,  বাচিকশিল্পী ফুল্লোরা মুখোপাধ্যায় ও প্রমূখ। দ্বিতীয় দিন আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনী এবং লাইভ art workshop  সদ্য  প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী  কে কে তাকে ট্রিবিউট জানিয়ে।

এই অনুষ্ঠানের মূল ভাবনা সম্পর্কে উদ্যোক্তা চন্দন পাল জানালেন,  " অনেক  দুস্থ শিল্পীরা আছে যারা খুব ভালো কাজ করেন অথচ সঠিক প্লাটফর্ম পায় না আমরা তাদের ট্যালেন্ট কে সবার সামনে তুলে ধরার জন্য এই রকম অনুষ্ঠানের আয়োজন করেছি প্রত্যেকবার "  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৪৫ জল শিল্পী এসেছেন এখানে যোগদান করতে।


ছবি: সম্বৃদ্ধি পাল ও আবির হালদার

Pages