শিক্ষিকার ভূমিকায় শ্রাবন্তী, ৩৫ প্রেক্ষাগৃহে শুরু ‘বিক্ষোভ’ - BBP NEWS

Breaking

শনিবার, ১১ জুন, ২০২২

শিক্ষিকার ভূমিকায় শ্রাবন্তী, ৩৫ প্রেক্ষাগৃহে শুরু ‘বিক্ষোভ’

 





বিবিপি নিউজ



এবার শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের অভিনেত্রী শ্রাবস্তী চ্যাটার্জিকে। তবে এই বঙ্গে নয়, পর্দা পাড়ের প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত ছবি বিক্ষোভ।  বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও বাংলাদেশের অভিনেতা শান্ত খান। শুক্রবার বাংলাদেশের মোট ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।


সিনেমাটিতে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে একজন শিক্ষিকার ভূমিকায়। শান্ত খান অভিনয় করেছেন ছাত্রের ভূমিকায়। গাড়িচাপায় সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে হয়ে ওঠেন প্রতিবাদী ছাত্রনেতা। নেতৃত্ব দেন আন্দোলনের; তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় নামেন সুন্দরী শিক্ষিকা শ্রাবন্তীও।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসে অনুষ্ঠিত হয় ‘বিক্ষোভ’ সিনেমার প্রিমিয়ার শো। সেখানে সিনেমার পরিচালক-প্রযোজক, অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। লন্ডনে অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় এদিন ‘বিক্ষোভ’ সিনেমার প্রিমিয়ারে দেখা যায়নি টালিউড নায়িকা শ্রাবন্তীকে। তবে তিনি এক ভিডিও বার্তায় প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন সবাইকে।  সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- প্রয়াত বাংলাদেশের অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ। এটি প্রযোজনা করেছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। 

Pages