বিবিপি নিউজ: কলকাতা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে হেনস্থার স্বীকার হলেন বারাসতের তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এক মহিলা কর্মীর উপর ইমেইল মারফত অভিযোগ জানিয়েছেন এয়ারপোর্ট থানায়।
সাংসদ অভিযোগ পত্রে লিখেছেন, ভিআইপি লাউঞ্জে তিনি অপেক্ষা করছিলেন। সেই সময় এক মহিলা স্টাফ চিৎকার করে কারোর সঙ্গে কথা বলছিলেন। এমনকী ফুলদানি থেকে ফুল নিয়ে তিনি তাঁর চুলে গেঁথে নেন। পাশাপাশি ভিআইপি লাউঞ্জে ওই মহিলা স্টাফ জামাকাপড়ও বদলেছেন বলে দাবি সাংসদের।
সাংসদ লিখেছেন, ভিআইপি লাউঞ্জটা স্টাফেদের পোশাক বদলানোর জায়গা নয়। আমি ফোনে একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু ওই মহিলা চিৎকার করে যাচ্ছিলেন। তিনি আমায় বলেন তিনি যা খুশি করতেই পারেন। আমাকে তিনি বলেন আপনার যেখানে খুশি আপনি যান। বিমানবন্দরে এই ধরনের ব্যবহারের মুখোমুখি কোনওদিন হয়নি। তার প্রটোকল মেনে চলা দরকার ছিল। তিনি যা খুশি করতে পারেন এটা হতে পারে না।
