পদত্যাগ প্রত্যাহার শরদ পাওয়ারের, ৬৩-তেই চমক এনসিপি প্রধানের - BBP NEWS

Breaking

শুক্রবার, ৫ মে, ২০২৩

পদত্যাগ প্রত্যাহার শরদ পাওয়ারের, ৬৩-তেই চমক এনসিপি প্রধানের

 


বিবিপি নিউজ: অবশেষে পদত্যাগ প্রত্যাহার করলেন এনসিপি চিফ শরদ পাওয়ার। শুক্রবার মুম্বইয়ের ওয়াই বি সেন্টারে সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়েছেন।


কয়েকদিন আগে আগেই এনসিপি চিফ শরদ পাওয়ার পদত্যাগ পেশ করেছিলেন। তিনি দলের শীর্ষপদ থেকে পদত্যাগ করেছিলেন। বর্ষীয়ান এই এনসিপি নেতার পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন বলেও রটে যায়।


 ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য ১৮ সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু তারা সকলেই এনসিপির প্রধানের এই পদত্যাগপত্রকে গ্রহণ করতে চাননি। তার ঘণ্টা খানেকের মধ্যেই এনসিপি প্রধান শরদ পাওয়ার চমক দিলেন। ৬৩ বছরের এই বর্ষীয়ান নেতা তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন। সেই সঙ্গেই আবেগে ভাসলেন।


Pages