কত কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোচা' ? বাংলার কোথায় কোথায় প্রভাব পড়তে পারে - BBP NEWS

Breaking

বুধবার, ৩ মে, ২০২৩

কত কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোচা' ? বাংলার কোথায় কোথায় প্রভাব পড়তে পারে

 


বিবিপি নিউজ: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। ক্রমে তা শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগর থেকে সমতলে ঘূর্ণিঝড় 'মোচা' আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করল হাওয়া অফিস। ঘনটায় ১২০-১৪০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঝড়। ওড়িশার পাশাপাশি বাংলায়  এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে।



বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উত্‍পত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে 'মোচা'র মিল থাকতে পারে বলে আশঙ্কা আবহবিদরা। তার জন্য এখন থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৭ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। তবে বাংলায় এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।





 মঙ্গলবারই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশা সরকার সূত্রে খবর, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন নবীন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজ্য বিপর্য়য় মোকাবিলা বাহিনী এবং দমকল বিভাগকেও তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এখন থেকেই নিরাপদ দূরত্বে স্থানীয় মানুষ জনকে সরিয়ে নিয়ে যেতে হবে বলেও পরামর্শ দিয়েছেন নবীন। ত্রাণকার্য এবং পুনর্বাসন নিয়েও এখন থেকে পরিকল্পনা সেরে রাখতে বলা হয়েছে।


Pages