বিবিপি নিউজ,ঢাকা: চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফুলতলায়। মৃত যুবকের নাম ইস্রাফিল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার জিআরপি থানার এসআই শফিক। তিনি জানান, খুলনার রেলওয়ে জংশন থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়া বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন বছর ২০ ইস্রাফিল। চলন্ত ট্রেনের দরজার বাইরে থেকে তিনি মোবাইলে সেলফি তুলছিলেন। ট্রেনটি ফুলতলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
