আগামীকাল রেল দূর্ঘটনায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আগামীকাল রেল দূর্ঘটনায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 



বিবিপি নিউজ: ওড়িশার বালেশ্বরে রেল দূর্ঘটনায় রাজ্যের মৃত ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



 এই বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী জেলাশাসকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। সেখানে তিনি জেলাশাসকদের বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত পাঠাতে বলেন। ওই তালিকা হাতে পেলেই বুধবার তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কলকাতায় ডাকা হবে। 


রাজ্যের মুখ্যসচিবের বৈঠকের পর তৎপর হয়েছেন জেলা প্রশাসন।  সোমবার রাতের মধ্যেই বেশ কয়েক জন হতাহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্য নেওয়ার কথা বলা হয়। মঙ্গলবার জেলা প্রশাসন পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা নবান্নে পাঠাবে। ওই তালিকা হাতে পাওয়ার পরেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। 


আগামীকাল বুধবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মৃত ও ক্ষতিগ্রস্থদের পরিবারের হাতে চেক তুলে দেবেন। 



সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ‘‘দুর্ঘটনায় এখনও পর্যন্ত এ রাজ্যের ৬২ জনের মৃত্যু হয়েছে। আমরা তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেব। মৃত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেব। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ করে। অল্প আহতদের ২৫ হাজার করে দেওয়া হবে।



 আগামী ৩ মাস তাঁদের রক্ষণাবেক্ষণ করবে সরকার।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘এই ঘটনায় যাঁরা সামান্য আহত বা গুরুতর আহত হয়েছেন, এমন ব্যক্তিদের পাশে যেমন রাজ্য সরকার থাকবে, তেমনই যাঁরা এই ঘটনা থেকে বেঁচে ফিরেছেন, তাঁরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। মানসিক অবস্থা ভাল নয়। স্বাভাবিক জীবনে ফিরতে কয়েক মাস সময় লাগবে।



 সরকার আগামী ৩ মাস তাঁদেরও পাশে থেকে সাহায্য করবে। আপাতত তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তার পর ৩ মাস তাঁদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে সরকারের তরফে সাহায্য বাবদ চাল, ডাল ইত্যাদি জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’ 


Pages