দূষণমুক্ত পৃথিবী এবং পরিবেশ রক্ষার দাবিতে পদযাত্রা অশোকনগরে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

দূষণমুক্ত পৃথিবী এবং পরিবেশ রক্ষার দাবিতে পদযাত্রা অশোকনগরে

 



বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে  সারা পৃথিবীর মানুষের সাথে সাথে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। এই বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্র (অশোকনগর) সিদ্ধান্ত নিয়েছে সারা বছর তারা অশোকনগরে নিজেরা যেমন বৃক্ষ রোপন করবে এবং বিভিন্ন সংগঠন কে সঙ্গে নিয়েও বিভিন্ন কর্মসূচি করবে। এছাড়া রোপন করা বৃক্ষটির যত্ন করার জন্য তার আসেপাশে অবস্থানকারী নাগরিকদের দত্তক দেবেন এমনটাই জানালেন এই সংগঠনের  বিশিষ্ট সদস্য প্রদ্যুৎ কর্মকার।



এই কর্মসূচির শুভারম্ভ  হিসাবে  সোমবার অশোকনগরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সকাল ৮ টায় অশোকনগর বানীপীঠ উচ্চ-বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি দৃপ্ত মিছিল অশোকনগরের বিভিন্ন পথ পরিক্রম করে বিজয়া ফার্মেসি মোড় পার্শস্থ বিধান চন্দ্র বিদ্যাপীঠ- এর সামনে শেষ হয়।

আরও পড়ুনঃ  ট্রেন দূর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 এই পদযাত্রার শুরুতেই ১৫০ টি ফলের গাছ দত্তক দেওয়া হয় নাগরিকদের মধ্যে। সুসজ্জিত ট্যাবলো, ব্যানার, প্লাকার্ড ও বিভিন্ন রঙে  সজ্জিত এই পরিবেশ পদযাত্রা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই পদযাত্রায় সবাই অঙ্গীকার করে -

"এই বিশ্বকে শিশুদের বাসযোগ্য করে যাবো আমরা। নবজাতকের কাছে এটি হবে আমাদের দৃঢ় অঙ্গীকার"

এই পদযাত্রায় অংশগ্রহণ কারী সকল NCC ক্যাডেট, ছাত্র- ছাত্রী, যুব,মহিলা, বিজ্ঞান কর্মী, শিক্ষক,ডাক্তার,ক্রিয়া ও পরিবেশ প্রেমী    বিশিষ্ট   নাগরিকদের  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে  অভিনন্দন জ্ঞাপন করা হয়।

Pages