বাবাকে ছুরি দিয়ে খুন কিশোরীর! প্রেমে বাধা দেওয়ার প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে হত্যা - BBP NEWS

Breaking

রবিবার, ১১ জুন, ২০২৩

বাবাকে ছুরি দিয়ে খুন কিশোরীর! প্রেমে বাধা দেওয়ার প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে হত্যা

 


বিবিপি নিউজ: বাবা প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল,তাই বাবাকেই খুন করলেন কিশোরী। আর তাঁকে সহায়তা করলেন গুনধর প্রেমিক। ফলে কন্যার হাতেই প্রাণ হারালেন বাবা।



ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। মৃত ব্যক্তির নাম দুর্গেশ কান্ত (৪৭)। তাঁর ১৫ বছরের কন্যার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ওই কিশোরীর ১৬ বছরের প্রেমিককেও আটক করেছে। 


পুলিশ জানিয়েছে, কিশোরী দশম শ্রেণির ছাত্রী। সে তার প্রেমিকের সঙ্গে দিন পনেরো আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ফিরে এলে বাবা তাকে মারধর করেন। সেই সঙ্গে ওই কিশোরের সঙ্গে আর না মেশার নির্দেশও দেন।


এর পরেও মঙ্গলবার কিশোরীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে কিশোর। তারা ঘরে একসঙ্গে থাকাকালীন কিশোরীর বাবা তাদের দেখে ফেলেন। এর পরেই ২ জন মিলে কিশোরীর বাবাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ অভিযুক্ত কিশোরী এবং তার প্রেমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩০৭ ধারায় মামলা রুজু করেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। 

Pages