বিবিপি নিউজ: এবার তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা ছেড়ে যেতে বাধা দিল অভিবাসন দফতর।
ছেলে ও মেয়েকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছিলেন রুজিরা। সোমবার সকাল ৭ টা নাগাদ বিমানবন্দরে পৌঁছন রুজিরা। সম্ভবত তিনি দুবাই যাচ্ছিলেন। ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাঁকে বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। কারণ, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস রয়েছে।
তাঁর বিরুদ্ধে ইডি তদন্ত চললেও গত বছর জুন মাসে কলকাতা হাইকোর্ট অভিষেক ও রুজিরাকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছিল।
পরবর্তী কালে সেপ্টেম্বর মাসে একটি রায়ে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখে। তার পরেও বিমানবন্দরে কেন রুজিরাকে আটকানো হল সেই প্রশ্ন উঠেছে।
বিমানবন্দর সূত্রে বলা হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস রয়েছে। সেই কারণেই তাঁকে বিমানবন্দরে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ ট্রেন দূর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে কলকাতা ছেড়ে বিদেশে যেতে বাধা দিয়েছিল ইডি। মধ্যরাতে তাঁকে বিমানবন্দর থেকে বাড়ি ফিরে আসতে হয়েছিল।