বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে ভোট গণনাকে কেন্দ্র করে অশোক নগরে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে তার প্রতিবাদে পথে নামলো এই বৃহত্তর অঞ্চলের নাগরিক সমাজ।
প্রসঙ্গত উল্লেখ্য গত ১১ ই জুলাই হাবড়া ব্লক ২ পঞ্চায়েতের ভোট গণনা হয় অশোকনগরের বয়েজ সেকেন্ডারি স্কুলে। এই গণনাকে কেন্দ্র করে ভোট গণনাকে কেন্দ্র থেকে বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়া, এমন কি ব্যালট পেপার খেয়ে ফেলারও অভিযোগ ওঠে, বিজেপি কর্মী দের থানা ঘেরাও, এক সময় ভোট কর্মীরা গণনা স্থগিত করে বসে রইলেন, আই এস এফ প্রার্থীকে মারধর, রাস্তা অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশের লাঠি চার্জ, কাদানে গ্যাসের শেল ফাটানো, বামপন্থীদের ভোট গণনা কেন্দ্র বয়কট, এই রকম আরো অনেক ঘটনায় এক অচেনা অশোক নগরে পরিণত হয়ে উঠলো। দফায় দফায় সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে এই শহর।
এই ঘটনার পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝর উঠেছে। বিভিন্ন মহল থেকে এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। এমনকি তৃণমূলের প্রাক্তন বিধায়ক ধীমান রায় সাংবাদিক সম্মেলন করে বলেন ভোট গণনার দিনের বেনজির ঘটনায় তিনি লজ্জিত।
আরও দেখুন: ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী, পুলিশকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি আইএসএফ বিধায়কের
আশোকনগরে এই অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বিকালে এই বৃহত্তর অঞ্চলের নাগরিক সমাজের এক সুবিশাল মিছিল গোলবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আশোক নগর থানায় এসে স্মারক লিপি জমা দেয়। বাম ডান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে এবং বহু অরাজনৈতিক মানুষজনকে দেখা গেলো এই মিছিলে পা মেলাতে। প্রত্যেকের দাবি তাদের গর্বের অশোকনগরকে কলুষিত হতে দেবেন না। সবাই চাইছেন এই শহরে সৌজন্যের রাজনীতি বজায় থাকুক,শান্তির পরিবেশ বিরাজ করুক।

