বিবিপি নিউজ: নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে ঢুকতে পারেননি বিধায়ক নওশাদ সিদ্দিকি। নিউ টাউনের কাছে হাতিশালায় দিনভর রাস্তায় অপেক্ষা করার পরে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এবার সেই ভাঙড়ে ঢুকতে দেওয়া হল না রাজ্যের শাসকদল তৃনমূলের বিধায়ক ও নেতাকে।
নওশাদকে যে কারণ দেখিয়ে শুক্রবার ভাঙড়ে ঢুকতে দেওয়া হয়নি, সেই ১৪৪ ধারার কারণ দেখিয়েই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং শাসকদলের জেলা নেতা আরাবুল ইসলামকে আটকানো হল। এর পরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শওকত, আরাবুলরা। প্রতিবাদে রাস্তাতেও বসে পড়েন তাঁরা।
