বিবিপি নিউজ: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার রাতের অন্ধকারে দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার আমতায়।
জানা গেছে, আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামে জ্বলছে বিজেপি প্রার্থীর বাড়ি। সেখানকার গ্রাম পঞ্চায়েতের ৪৩ এবং ৩৭ নম্বর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ঝুমা রায়। ওই বিজেপি প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গত শনিবার, ভোটের দিন গণনাকেন্দ্র থেকে তাঁকে মারধর করে বার করে দেওয়া হয়। তার পর শুক্রবার রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও দেখুন: থানায় পুলিশকেই চাকরি খেয়ে নেওয়ার হুমকি অফিসারের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরও এক বিজেপি প্রার্থী জানান, রাতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সবাই। সে সময় আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনও রকমে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। তাঁর মুদিখানা দোকানও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে কোনও ভাবে তাদের কোনও কর্মী-সমর্থক জড়িত নন।
