বিবিপি নিউজ: প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন যুবক। আর মুক্তিপণ হিসেবে যা দাবি করলেন তাতে হতবাক দুঁদে পুলিশকর্তারা। প্রেমিকার মা কে ফোন করে মুক্তিপন হিসেবে আইফোন দাবি করেছেন গুনধর প্রেমিক।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাই শহরতলীর ভায়ান্দরে। ১৯ বছরের প্রাক্তন প্রেমিকাকে অপরহণ করেন ২৬ বছরের যুবক। মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ভায়ান্দরের গোল্ডেন নেক্সট এলাকা থেকে তরুণীকে অপহরণ করেন তাঁরই প্রাক্তন প্রেমিকা। অপহরণের পরেই প্রাক্তন প্রেমিকার মাকে ফোন করে মুক্তিপণ দাবী করে সে।
আরও দেখুন: থানায় পুলিশকেই চাকরি খেয়ে নেওয়ার হুমকি অফিসারের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
জানায়, মেয়েকে মুক্ত করতে হলে আইফন কিংবা দেড় লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে দিতে হবে। মেয়ের অপহরণের সেই ফোন পাওয়া মাত্রই মহিলা থানায় ছোটেন। যে নম্বর থেকে মহিলার কাছে ফোন এসেছিল সেই নম্বরে ফোন করে পুলিশ জানতে চায় মুক্তিপণে হিসাবে কী চাই তাঁর। কিন্তু অপহরণকারী ওই ব্যক্তি ভুলেও টের পাননি উলটো দিকের ব্যক্তিটি পুলিশ।
আরও পড়ুনঃ মুক্তি পেল ‘ট্রায়াল পিরিয়ডে' সিনেমার বাউল গানের রিমিক্স "গোলেমালে"
দুজনের কথা চলাকালীন অভিযুক্তের ফোন নম্বর ট্রেস করে ফেলে পুলিশ টিম। সেই মত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করেন তাঁরা। গ্রেফতার হয় অভিযুক্ত।
