বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন কুকুরের, বিশ্বের ইতিহাসে প্রথম - BBP NEWS

Breaking

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন কুকুরের, বিশ্বের ইতিহাসে প্রথম

 



বিবিপি নিউজ: বিশ্ব ইতিহাসে প্রথম কোনো কুকুর ডিপ্লোমা সার্টিফিকেটের অধিকারী হলেন। হ্যা ঠিকই শুনেছেন। নিজের কর্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা পেল একটি কুকুর। 



গ্রেস মারিয়ানি নামে এক তরুণী নিউ জার্সির সেটন হল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর হাতে স্নাতক ডিগ্রির শংসাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।


বিশাল হলে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে স্নাতক ডিগ্রি তুলে দেওয়া হচ্ছিল। এই সময় মারিয়ানির সঙ্গে ডাক পড়ে মারিয়ানির কুকুর জাস্টিনেরও। যেটি সার্ভিস ডগ হিসাবে তাঁর সঙ্গে কলেজে প্রতিদিন আসত।

আরও দেখুন: ভয়ঙ্কর কল রেকর্ড ভাইরাল, সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের, পরিষেবা দেওয়া নিয়ে কি বললেন শুনুন

বিশ্ববিদ্যালয়ের তরফে মারিয়ানির সেই সার্ভিস ডগকেও ডিপ্লোমা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাস্টিনের সামনে তার শংসাপত্রটি ধরেন। জাস্টিন তা মুখে করে ধরে নেয়। এটা দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠেন সেটন হল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।


জাস্টিন প্রতিদিন মারিয়ানির সঙ্গে কলেজে আসত। পুরো ক্লাসে মারিয়ানির সঙ্গ ছাড়ত না। প্রতিদিন ক্লাস করার স্বীকৃতি হিসাবে তাকে এই ডিপ্লোমা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Pages