বিবিপি নিউজ: ড্রোনে করে চলছিল নিষিদ্ধ মাদক হেরোইন পাচার। কিন্তু মাঝ আকাশে ড্রোন বিকল হতেই ৬ কেজি হেরোইন সহ গ্রামের মধ্যে ভেঙে পড়ল ড্রোনটি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের কাহনা শহরের নিকটবর্তী একটি গ্রামে।
শুক্রবার রসুলপুরা নামের ওই গ্রামটিতে একটি ড্রোন বিকল হয়ে মাটিতে এসে পড়ে। পরে গ্রামবাসী ড্রোন দেখতে ভিড় জমায়। কাহনা শহর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেরোইন সহ ড্রোনটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে আকারে একটু বড় ওই ড্রোনটির মধ্যে অন্তত ৬ কেজি হেরোইন ছিল। স্থানীয় রজদার নামে এক ব্যক্তির কৃষিজমিতে এসে এটি পড়ে। স্থানীয়রা পুলিশ খবর দিলে, পুলিশ ওই ড্রোন এবং হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তাঁরা বিষয়টি মাদকবিরোধী ফোর্সের কাছে পরবর্তী তদন্তের জন্য হস্তান্তর করবে। ড্রোনটি কোন জায়গা থেকে উড়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল তা খুঁজে বের করা হবে।