সাত সকালে বুথে আগুন, সিপিএম-তৃণমূল সংঘর্ষ - BBP NEWS

Breaking

শনিবার, ৮ জুলাই, ২০২৩

সাত সকালে বুথে আগুন, সিপিএম-তৃণমূল সংঘর্ষ

 


বিবিপি নিউজ: শনিবার সকালে অশান্তিতেই শুরু হল ভোট গ্রহণ। উত্তরবঙ্গের কোচবিহারে বুথে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠল। অভিযোগ, ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্রে। ব্যালট পেপার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে।


অন্যদিকে মুর্শিদাবাদের রানিনগরে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম হয়েছেন কমপক্ষে ২৪ জন। কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুলিতে জখম হয়েছেন বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর এক সমর্থক। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরেই হিংসাদীর্ণ এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ভোট দেখতে যাবেন রাজ্যপাল।


দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Pages