বিবিপি নিউজ: শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের জয়পুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৪.০৯ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প হয়। এরপর আধাঘন্টার মধ্যে পরপর তিনবার আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে, "কম্পনের মাত্রার: ৪.৪, ৩.১ ও ৩.৪। ভূমিকম্পের উৎসস্থল অক্ষাংশ: ২৬.৮৮ এবং দীর্ঘ: ৭৫.৭০ গভীরতা: ১০ কিমি, অবস্থান: জয়পুর, রাজস্থান।
ভূমিকম্পের কারনে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। কম্পনের প্রতিক্রিয়ায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করেছেন, "জয়পুর সহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আমি আশা করি আপনারা সবাই নিরাপদ আছেন!"
ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে এনসিআর-এর মাটি কাঁপছে। এর আগে, বৃহস্পতিবার ভোরে মিজোরামের এনগোপা থেকে ৬১ কিলোমিটার পূর্বে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, এনসিএস জানিয়েছে। এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ৮০ কিলোমিটার গভীরে হয়েছিল।