বিবিপি নিউজ: বাবা, মা কে খুন করে পালালো গুনধর ছেলে। অভিযুক্ত ছেলেকে ধরতে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে উত্তর-পূর্ব বেঙ্গালুরুরতে।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর কোডিগেহাল্লির বাসিন্দা ৬১ বছরের ভাস্কর এবং তাঁর স্ত্রী ৬০ বছরের শান্তা। তাঁদের দুই ছেলে। বড় ছেলে সাজিথ থাকেন মা, বাবার বাড়ির কাছেই অন্য একটি পাড়ায়। ছোট ছেলে শরথ থাকেন মা, বাবার সঙ্গেই। প্রতিবেশীদের দাবি, ইদানীং প্রায়ই মা, বাবার সঙ্গে ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তেন শরথ।
সোমবারও তেমনই ঝগড়া চলছিল। প্রতিবেশীরা আওয়াজ পেয়েছিলেন ঠিকই কিন্তু রোজই তেমন আওয়াজ পাওয়া যায় ভেবে কেউই গা করেননি। পুলিশ জানাচ্ছে, ঝগড়া চলাকালীনই শরথ তাঁর মা, বাবাকে খুন করেন। তার পর নির্বিকার মুখে বাড়িতে তালা মেরে নিরুদ্দেশ হয়ে যান। এ দিকে বড় ভাই সাজিথ বাড়িতে বার বার ফোন করলেও কেউ ফোন তুলছিলেন না। সন্দেহের বশে তিনি মঙ্গলবার রাতে বাড়িতে আসেন। কিন্তু দেখেন বাড়িতে তালা। অনেক ক্ষণ অপেক্ষা করেও কেউ দরজা না খোলায় সাজিথ দরজা ভেঙে ফেলেন। ভিতরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে মা, বাবার দেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, কিছু বিষয় নিয়ে মা, বাবার সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েছিলেন শরথ। ঝগড়া চলাকালীনই তিনি মা, বাবাকে খুন করেন। তার পর বাড়িতে তালা মেরে পালিয়ে যান। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।