বিবিপি নিউজ: চোখে ছানি পড়েছিল। আর সেই ছানি অপারেশনের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগীরা। আর অপারেশনের জেরে চোখ ঠিক হওয়ার বদলে অন্ধ হয়ে গেলেন রোগীরা। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে রাজস্থানের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী জানা গেছে, বেশিরভাগ রোগী রাজস্থান সরকারের চিরঞ্জিবী হেলথ স্কিমের আওতায় চিকিৎসার জন্য এসেছিলেন
রাজস্থানের অন্যতম বড় সাওয়াই মান সিং হাসপাতালে। তাঁরা ছানি অপারেশন করাতে ওই সরকারি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই বিরাট ক্ষতি হয়ে গেল তাঁদের।
এক রোগী সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, গত ২৩ জুন আমার অপারেশন হয়েছিল। ৫ জুলাই পর্যন্ত আমার দৃষ্টিশক্তি ছিল। সব কিছু দেখতে পাচ্ছিলাম। এরপর ৬-৭ জুলাই থেকে আর দেখতে পাচ্ছি না। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না। এদিকে রোগীদের একাংশের দাবি, তাদের দৃষ্টিশক্তি চলে যাওয়ার একটা বড় কারণ চোখে সংক্রমণ। তবে সেই সংক্রমণ যাতে না হয় সেকারণে সবরকম চেষ্টা করা হয়েছিল।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাননি। তাদের দাবি, চিকিৎসা বা অপারেশনের ক্ষেত্রে কোথাও কোনো গাফিলতি হয়নি। তবে কী কারণে ওই রোগীরা দৃষ্টি শক্তি হারালেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন হাসপাতালে কর্তৃপক্ষ। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।