স্কুল থেকে ফেরার পথে হড়পা বানে ভেসে গেল চার পড়ুয়া, মৃত্যু দু’জনের - BBP NEWS

Breaking

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

স্কুল থেকে ফেরার পথে হড়পা বানে ভেসে গেল চার পড়ুয়া, মৃত্যু দু’জনের

 



বিবিপি নিউজ: স্কুল থেকে ফেরার পথে হড়পা বানে ভেসে গেল চার পড়ুয়া। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায়।  


আরও দেখুন: মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পরানো পর্যন্ত এ লড়াই চলছে চলবে,বিস্ফোরক শুভেন্দু অধিকারী

জানা গেছে, শনিবার স্কুল ছুটির পর বাড়িতে ফিরছিল একদল পড়ুয়া। সেই সময় বিল্লাওয়াড় এলাকায় হড়পা বান আসে। তাতে ভেসে যায় চার স্কুলছাত্রী। দু’জন ছাত্রীকে উদ্ধার করা গেলেও ১৩ বছরের রাধা এবং মনিকাকে উদ্ধার করা যায়নি। পরে দু’জনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আহত দুই পড়ুয়াকে উদ্ধার করে বিল্লাওয়াড়ের উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


Pages