কাউন্টিং অফিসারকে চড়, দিদিগিরি নির্দল প্রার্থীর, বললেন, 'আমাকে হারিয়ে দিয়েছে' - BBP NEWS

Breaking

বুধবার, ১২ জুলাই, ২০২৩

কাউন্টিং অফিসারকে চড়, দিদিগিরি নির্দল প্রার্থীর, বললেন, 'আমাকে হারিয়ে দিয়েছে'

 



বিবিপি নিউজ: দিদিগিরি দেখল গণনাকেন্দ্রে। নির্দল প্রার্থী হারতেই সপাটে চড় কষালেন কাউন্টিং অফিসারের গালে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হইচই পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দু’জনকে আটকও করেছে সবং থানার পুলিশ।


 মঙ্গলবার সকাল থেকেই গণনা চলছিল সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে। সবংয়ের ৩ দাঁররা অঞ্চলের নির্দল প্রার্থী তনুজা বিবি তৃণমূলের প্রার্থীর কাছে ১টি ভোটে হেরে যান। নির্দল প্রার্থীর অভিযোগ, তাঁকে হারিয়ে দিয়েছেন ওই কাউন্টিং অফিসার। না হলে তিনিই জিততেন। সেই রাগেই সপাটে চড় মারলেন অফিসারকে। এই ঘটনায় তনুজা বিবি জানান, “আমার সঠিক বিচার হয়নি। ভোটের গণনা হল যখন কম করে দিয়েছেন অফিসার। সেই রাগে আমি মেরেছি। আমি নির্দল বলে আমাকে হারিয়ে দিল। জেতা আসনটা হারিয়ে দিলেন।”

Pages