বিবিপি নিউজ: শনিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ল বানতলআর রাসায়নিক কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনীর কর্মীরা।
শনিবার রাতে বানতলা চর্মনগরীর তিন নম্বর গেটের কাছে ভাটিপোতা এলাকায় ওই রাসায়নিক কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। কিছু ক্ষণ পরেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই রাসায়নিক কারখানায় প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়েরা। দমকল সূত্রে খবর, কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।