ডাবের ফুল দিয়ে প্রাকৃতিক রাখি তৈরি করে‌ নজির গড়লেন যুবক - BBP NEWS

Breaking

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ডাবের ফুল দিয়ে প্রাকৃতিক রাখি তৈরি করে‌ নজির গড়লেন যুবক





বিবিপি নিউজ,নাদিয়া:  নারকেল গাছ থেকে পড়ে যাওয়া ছোট কুড়ি দিয়ে এবং পাট দিয়ে তৈরি করলেন রাখী। একেবারেই প্রাকৃতিক রাখি তৈরি করে নজির গড়লেন নদীয়ার যুবক। 


জানা গেছে, রানাঘাট তালপুকুর পাড়ার ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বগুলা কলেজের প্রাক্তন ছাত্র গৌরব সরকার এই রাখি তৈরি করে নজির গড়লেন। ইতমধ্যে ১০টি রাখী তৈরি করেছেন।  প্রায় তিনদিন সময় লেগেছে এই রাখী তৈরি করতে। এই দশটি রাখী তার অঙ্কন শিক্ষক এবং খুব কাছের বন্ধু দের  দেবে নিজে হতে।



 হটাৎ রাখী স্বপ্ন নাম লিখে তৈরি কেন? গৌরব সরকার বলেন সবার ই স্বপ্ন থাকে। সামনেই রাখী উৎসব তাই নারকেল গাছ থেকে পরা কুঁড়ি, পাট,ও আঠা, সুপুরি দিয়ে তিনদিন ধরে ১০টা রাখী বানিয়েছি। এই রাখী গুলি আমার অঙ্কন স্যার ছাড়াও আমার খুব কাছের বন্ধু দের কে দেবো।

Pages