পেট দিয়ে ছবি এঁকে নজির গড়লেন নদীয়ার যুবক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

পেট দিয়ে ছবি এঁকে নজির গড়লেন নদীয়ার যুবক

 


বিবিপি নিউজ: অনেক অঙ্কন শিল্পী দেখেছেন, তাদের ছবি যেমন প্রশংসিত হয়েছে তেমনি তাদের নাম সারা বিশ্বে সমাদর পেয়েছেন। আর অঙ্কন শিল্পীরা তাদের হাতের ছোঁয়াতে তাদের নানা ছবি দেশ, বিদেশ সব জায়গায় দেখি। স্বভাবতই অঙ্কন শিল্পীরা হাত দিয়ে আঁকেন। কিন্তূ আপনারা দেখে অবাক হবেন? কিংবা বিশ্বাস করবেন না পেট দিয়ে ছবি আঁকছে এক শিল্পী। 



কথাটা অনেকে শুনে বিশ্বাস করেননি অনেকেই। কিন্তু ওই শিল্পী বিভিন্ন প্রতিযোগিতায় যখন নাম দিয়েছেন তাকে দেখার জন্য এবং বিস্ময় ঘটনা শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছেন।  নদীয়া জেলার চাপরা বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শেখা। তবে সেভাবে কোন শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেনি নিজের চেষ্টায় সে হাত দিয়ে আঁকতে আঁকতে নিজের নাম বিশ্বের দরবারে তুলে ধরতে এমন প্রচেষ্টা। 



বিভিন্ন টিভি শো থেকে নানা প্রতিযোগিতায় সে সফল। এই আঁকা কে পেশা হিসেবে ধরেছেন। তুহিন মণ্ডল বলেন আমি কিছু একটা করবো এমন ভাবনা ছোট বেলা থেকে। অঙ্কন এর মধ্যে দিয়ে চলতে চলতে ভবি এমন কিছু ভাবে যদি আঁকার চেষ্টা করি তাহলে অনেকের কাছে ব্যাপারটা মনে ধরবে তাই হাত ছাড়াও পেট দিয়ে আঁকার চেষ্টা করতে থাকি। অবশেষে সফল হই। আর এখন জিনিসটা রপ্ত করে ফেলেছি। চেষ্টা করছি পেট দিয়ে আরও ভালো ছবি আঁকতে পারি কিনা।

Pages