ভারী বৃষ্টিতে বসে গেল রেললাইন, ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ভারী বৃষ্টিতে বসে গেল রেললাইন, ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

 



বিবিপি নিউজ: শুক্রবার সাত সকালে ব্যাহত হল শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। গতকাল রাত থেকে ভারী বৃষ্টিতে বসে গেল রেললাইন। এর জেরে 

 শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ইতিমধ্যেই লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের জানানো হয়েছে। ঘটনার জেরে একাধিক ট্রেন আটকে রয়েছে। 



রেল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৩৫-এর পর থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল সূত্রে খবর, মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে যাওয়ার কারণে আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এখনও বলতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ। তবে লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের তরফে সকাল জানানো হয়েছে। 



মাটি বসে যাওয়ার কারণে আপলাইনের সমস্ত ট্রেন আপাতত বন্ধ রয়েছে। ডাউন লাইনের ট্রেন ধীর গতিতে চলছে, তবে লাইন সারানোর কাজের জন্য তা-ও সাময়িক ভাবে বন্ধ হয়ে যাবে বলে রেল সূত্রে যা জানা যাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন ক্যানসেল হওয়ার কথা শোনা যাচ্ছে।

Pages