বিবিপি নিউজ: শনিবার সাত সকালে গ্রেফতার হলেন
অন্ধ্রপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দুর্নীতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হলেন তেলেগু দেশম পার্টির প্রধান। গ্রেফতারের পর নান্দিয়াল হাসপাতালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এদিন ভোরে নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন চন্দ্রবাবু। সেই সময় গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয় সিআইডি। জানা যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে চন্দ্রবাবুকে। পুলিশ জানিয়েছে এই মামলার সমস্ত তথ্য ও প্রমাণ আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন চন্দ্রবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর কনভয়ে করেই নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর নিরাপত্তারক্ষীরাও সঙ্গে থাকতে পারবেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালে একটি মামলা হয়েছিল। তার ভিত্তিতে গ্রেফতার করা হল চন্দ্রবাবুকে।