জি-২০'র মঞ্চে INDIA নয়, মোদী BHARAT-এর প্রধানমন্ত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

জি-২০'র মঞ্চে INDIA নয়, মোদী BHARAT-এর প্রধানমন্ত্রী






বিবিপি নিউজ: আজ শনিবার শুর হয়েছে জি-২০ সম্মেলন। আর এই সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সামনে মোদির আইডেন্টিটি ন্যাশনের জায়গায় লেখা ভারত। নেই ইন্ডিয়া। এর অর্থ আগামী সংসদ অধিবেশনে পাল্টাতে চলেছে দেশের নাম।


 নরেন্দ্র মোদী (Prime Minister of Bharat) সরকার দেশের নাম হিসাবে ইন্ডিয়া ব্যবহার বন্ধ করে দিতে চলেছে। কৌতূহল তৈরি হয়েছে জি-২০'র মতো আন্তর্জাতিক মঞ্চে কি এরপর দেশের নামের জায়গায় 'ভারত' অন্তর্ভূক্ত করা হবে। ওয়াকিবহাল মহল মনে করছে তা মোটেই অসম্ভব নয়। সংবিধান সংশোধন না করেই তা সম্ভব। অর্থাত্‍ সংবিধানে 'ইন্ডিয়া' নামটি বহাল থাকবে। 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' বাক্যটি অপরিবর্তিত থাকবে। কিন্তু সরকারিভাবে 'ভারত' নামটিই ব্যবহার করবে সরকার। 


Pages