বিবিপি নিউজ: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণগড় বিদ্যামন্দির( উচ্চ মাধ্যমিক) ৭৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রাক্কালে ২৩শে সেপ্টেম্বর শনিবার উৎসবের সার্বিক রূপরেখা তুলে ধরতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপল কুমার বন্দ্যোপাধ্যায়, সহ প্রধান শিক্ষক শিশির কান্তি মন্ডল, শিক্ষক সান্তনু হালদার উৎসব পূর্তি কমিটির সভাপতি সমীর কান্তি দাস, সম্পাদক সৌভিক দাস প্রমুখ।
৭৫ তম বর্ষ উৎসব পূর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী ২রা অক্টোবর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে । এরপর তিন তারিখ শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার পর বহু আকাঙ্খিত পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে, ওই দিন প্রাক্তন শিকক্ষরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। চার, পাঁচ, ছয় এই তিনদিন ব্যাপি স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান রয়েছে। তাছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই।
২ তারিখ থেকে স্কুল প্রাঙ্গনে শুরু হতে চলেছে ডক্টর রঞ্জিত পাঁজা ফাউন্ডেশনের সহযোগিতায় বইমেলা। রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশেষ অনুষ্ঠান এবং পরিবেশ বিষয়ক সেমিনার। ৬ই অক্টোবর অশোকনগর শহীদ সদন মঞ্চে নাটক প্রতিযোগিতা।
স্থানীয় আঠাশটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে মডেল কম্পিটিশনে, থাকছে প্রদর্শনী এই রকম নানাবিধ বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে চলেছে কল্যাণগড় বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
এই বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকার, অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ অনেক বিশিষ্টজনেরা।
কল্যাণগড় বিদ্যামন্দিরের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্র - ছাত্রী, শুভানুধ্যায়ী সকলের সমবেত প্রচেষ্টায় এবং সহযোগিতায়। এই ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত করতে চান এমনটাই তারা আশা প্রকাশ করেন।

