বিবিপি নিউজ: দাউ দাউ করে জ্বলছে ট্রেন। শনিবার বিকালে গুজরাতে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড। বলসাড স্টেশনের কাছে ওই ট্রেনটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, শনিবার তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেনটি। বলসাড স্টেশনের কাছে ট্রেনের একাধিক কামরায় আগুন দেখা যায়। খবর পেয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চলন্ত ট্রেনের বেশ কয়েকটি কামরা থেকে ঘন কালো ধোঁয়া বার হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনিক কর্তারাও। ওয়েস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর বলেন, ‘‘বলসাড স্টেশন দিয়ে যাওয়ার সময় তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে রওনা দেওয়া ২২৪৯৮ ট্রেনটির পাওয়ার কার এবং ব্রেক ভ্যান থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখা যায়। সমস্ত যাত্রীকে ট্রেনের পাশের কামরায় সরানো হয়েছে।’’
