দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয় - BBP NEWS

Breaking

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়

 



বিবিপি নিউজ: বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ল রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে। স্পিকারের কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ।


পুলিশ সূত্রে জানা গেছে, কুলতলিতে একটি অনুষ্ঠানে সেরে ফিরছিলেন স্পিকার বিমান। তাঁর গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট কার। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি।

Pages